এই মুহূর্তে কলকাতা

অমরুত প্রকল্পের কর্মসূচিতে রাজ্যের প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন।

কলকাতা, ৫ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের অম্রুত প্রকল্পের আওতায় রাজ্যের শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দশ হাজার কোটি টাকার একটি বৃহৎ কর্মসূচী শুরু হচ্ছে। অম্রুত প্রকল্পেরদ্বিতীয় পর্যায় এই কর্মসূচিতে রাজ্যের ১২৫টি পুরসভার প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন।

এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, জলাধার সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পার্ক, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট ইত্যাদি পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।