এই মুহূর্তে জেলা

চার বছরে তিন বিয়ে, দু’জনের সাথে বিচ্ছেদের পর ৩য় জনকে খুন গুনধর স্বামীর!

সুদীপ দাস, ৪ এপ্রিল:- মাত্র চার বছরের মধ্যেই তিনটে বিয়ে। প্রথম দু’জনের সাথে টেকেনি সংসার। পরে ২য় জনের বোনের সাথে বিয়ে। সেখানেও শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে ৩য় বৌকে স্বামীর হাতেই খুন হতে হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লোকোপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি পুলিশের কাছে ৩য় স্ত্রীকে খুনের কথা স্বীকার করায় পুলিশ ধৃতের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, লোকোপাড়ার বাসিন্দা সানি পাসি নামে বছর ৩৫এর ওই যুবক বিগত চার বছরের মধ্যে তিন তিনটি বিয়ে করে। প্রথম দুজনের সাথে অশান্তির জেরে সংসার বেশিদিন টেকেনি।

এরপর ২য় স্ত্রীর বোন তথা বর্ধমানের গুসকরার বাসিন্দা রানীর সাথে বিয়ে হয় সানির। বর্তমানে তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু অভিযোগ লোকোপাড়ার বাড়িতে সানির সাথে রানীরও প্রতিদিন অশান্তি লেগেই থাকতো। সানি আদতে কিছুই করতো না। তবে প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতো। রবিবার গভীর রাতেও মদ্যপ সানির সাথে রানীর অশান্তি চরমে ওঠে। এরপর সানি নিজেই শাবলের আঘাতে রানীকে খুন করেছে বলে অভিযোগ। সকালে সানিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে এলাকাবাসীদের সন্দেহ হয়। স্থানীয়রাই পুলিশে খবর দিলে পুলিশ এসে সানিকে জিজ্ঞাসাবাদ করতেই সে স্ত্রীকে খুনের কথা কবুল করে। সানিই জানায় বাড়িতে খুনের পর স্ত্রীকে ব্যান্ডেল রেল ইয়ার্ডে এক পরিত্যক্ত লোকোসেডের ভিতর ফেলে রেখেছে। পুলিশ সেখানে গিয়ে রানীর মৃতদেহ উদ্ধার করে। রানীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সানিকে গ্রেফতার করেছে। এদিন ক্যামেরার সামনে ৩য় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে সানি।