কলকাতা, ১ এপ্রিল:- রাজ্যপাল জগদীপ ধানখড়ের বিরুদ্ধে ফের এক্তিয়ার বহির্ভূতভাবে বিধানসভার কাজে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। বিধানসভায় হাতাহাতি-বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত বিধায়কদের সাসপেনশন বিষয়ে বিস্তারিতভাবে জানতে আজ রাজ্যপাল বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বিশৃঙ্খলায় প্ররোচণা দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেন, এটা তাঁর একার সিদ্ধান্ত নয়। রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে সভায় ভোটাভুটির মাধ্যমে ওই সদস্যদের সাসপেনশনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে রাজ্যপালের হস্তক্ষেপে কোনও লাভ হবে না বলেও তিনি জানান।
বর্ষিয়ান বিধায়ক তথা সরকারপক্ষের উপমুখ্যসচেতক তাপস রায় বলেন, বিধানসভার ভিতরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্পূর্নভাবে অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত বিষয়। বিধানসভার ভেতরে কী হয়েছে তা নিয়ে উনি জানতে চাইতে পারেন না। স্পিকারও তাকে জানাতে বাধ্য নন।অন্যদিকে এই ঘটনা নিয়ে পাল্টা অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন, এই অধ্যক্ষের আচরণ স্থানীয় তৃণমূল নেতার মত হয়ে যাচ্ছে। বিধানসভার অধ্যক্ষ হিসেবে তিনি যার বিধান দিয়েছেন তা কখনোই কোনো নিরপেক্ষ অধ্যক্ষের কাছ থেকে আশা করা যায় না। গত দশ বছরে তিনি বিরোধীদের আনা একটি মুলতবি প্রস্তাবও গ্রহণ করেননি। তৃণমূল কংগ্রেসের কাছে বিধানসভা বা বিরোধী দলের কোনো মর্যাদা নেই বলেও শমিক বাবু অভিযোগ করেন।