হুগলি, ২১ মার্চ:- সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রীরামপুর পৌরসভার নবনির্বাচিত সদস্য সহ পৌর প্রধান ও উপ পৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সোমবার সকালে শ্রীরামপুর টাউন হলে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর উপস্থিতিতে নির্বাচিত সদস্যরা শপথ নেন। এক নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত একে একে সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করেন। কেউ বা ঈশ্বরের নামে কেউ বা আল্লাহর নামে আবার কেউবা প্রয়াত পুরপ্রধান কেষ্ট মুখোপাধ্যাযের নামে শপথ নেন। এই শপথ গ্রহণ কেন্দ্র করে এদিন সকাল থেকে শ্রীরামপরের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে তৃণমূল কর্মীরা মিছিল করে শ্রীরামপুর টাউনহল আসেন। সবথেকে বড় মিছিলটি আসে ২৪ নম্বর ওয়ার্ড থেকে। এবারে শ্রীরামপর পুর সভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত তৃণমূল প্রার্থী গিরিধারী সাহা।
ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নেন ১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত উত্তম নাগ। শ্রীরামপুর পৌরসভায় ১৯৯০ সালের বাম আমল থেকে তৎকালীন বিরোধী কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বোর্ড চলে আসছে লাগাতার ভাবে। এ ব্যাপারে বলতে গিয়ে নবনির্বাচিত পৌর প্রধান গিরিধারী সাহা জানান পশ্চিমবাংলার অতি প্রাচীন এই পৌরসভা ১৮৮৭ সালে এর পথ চলা শুরু হয়। ২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠিত হবার পর থেকে প্রচুর উন্নয়ন মূলক কাজ হয়েছে এখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সুষ্ঠুভাবে রূপায়িত হয়েছে। আগামী দিনেও এই প্রকল্প গুলো যাতে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং শ্রীরামপুর শহরকে একটা মডেল শহরের রূপায়িত করার লক্ষ্যে আমাদের নূতন বোর্ড সকলের সহযোগিতায় কাজ করে যাব।