এই মুহূর্তে জেলা

আইএফএ অনুমোদিত সাব জুনিয়র নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাওড়ায়।

হাওড়া, ২০মার্চ:- আইএফএ অনুমোদিত সাব জুনিয়র নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো হাওড়ায়। বলে কিক মেরে ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়। আইএফএ অনুমোদিত হাওড়ার সুদীপ চ্যাটার্জি ক্রীড়াকেন্দ্রের আয়োজনে আমন্ত্রণমূলক সাব জুনিয়র নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। রবিবার বিকেলে শিবপুর ধোপার মাঠ ফুটবল গ্রাউন্ডে আটদিন ব্যাপী এই টুর্নামেন্টের সূচনা হয়। কলকাতার কয়েকটি নামী দল সহ মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

ফুটবল টুর্নামেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, আইএফএ’র সহ-সভাপতি শ্যামল মিত্র, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি, হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, সমাজসেবী সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস প্রমুখ। এদিন বলে কিক মেরে টুর্নামেন্টের শুভ সূচনা করেন মন্ত্রী।