এই মুহূর্তে খেলাধুলা

বিশ্ব ফুটবলে ক্রম তালিকা প্রকাশ ফিফার, কত নম্বরে ভারত ?

স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- বিশ্ব ফুটবলে ক্রম তালিকা প্রকাশ করল ফিফা। ওই তালিকায় নিজেদের পুরনো স্থানই ধরে রেখেছে ভারতীয় ফুটবল দল। এর আগে যে ক্রমতালিকা প্রকাশ করেছিল ফিফা, তাতে ১০৮তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। করোনা ভাইরাসের আবহে প্রকাশ করা নতুন ক্রম তালিকাতেও সেই স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন সুনীল ছেত্রীরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১১৮৭ পয়েন্ট। ফিফা প্রকাশিত ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিশ্বজয়ী ফ্রান্স ও ব্রাজিল। তালিকার পরের স্থানগুলিতে রয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

গত ১৯ জুলাই পরবর্তী ক্রম তালিকা প্রকাশ করবে ফিফা। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত থাকা ফুটবল ইভেন্টগুলি চালু করার আভাসও দিয়েছে ফিফা। করোনা ভাইরাসের আবহে ইতিমধ্যেই শুরু হয়েছে বুন্দেসলিগা ও লা লিগা। শুরু হওয়ার পথে ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনা ভাইরাসের জেরে স্থগিত করে রাখা হয়েছে ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের সব ম্যাচ। পরিস্থিতি প্রতিকূল হলে ৮ অক্টোবর ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ১২ এবং ১৭ নভেম্বর যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা।