এই মুহূর্তে কলকাতা

দোল ও হোলি উপলক্ষে একদিন ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মাস জুড়ে।

কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে কোভিড সংক্রমণ এখন তলানিতে। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা এখনই সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে নারাজ রাজ্য সরকার। দোল ও হোলি উৎসব উপলক্ষে একদিন ছাড় দেওয়া ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মার্চ মাস জুড়ে। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বিধি নিষেধের মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণ মানুষ এবং যানবাহনের গতিবিধির উপরে নিয়ন্ত্রন জারি থাকবে বলে জানান হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে। হোলিকা দহন উৎসব উপলক্ষ্য ১৭ তারিখ রাতে অবশ্য কোনো বিধিনিষেধ থাকছে না বলে আগেই জানানো হয়েছে নবান্নের তরফে।