হাওড়া, ১০ মার্চ:- পুলিশের মানবিক মুখ দেখা গেল হাওড়ায়। গতকাল সকাল থেকে বছর ৬৫ বয়সী এক বৃদ্ধা ব্যাঁটরা থানা এলাকার কদমতলায় রাস্তার ধারে পড়েছিলেন। রাতে পুলিশের আরটি গাড়ি টহল দেবার সময় ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর সহৃদয় পুলিশ কর্মীরা ওই বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে তুলে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হাওড়া জেলা হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই বৃদ্ধা পুলিশকে জানান তিনি হুগলির মগরা এলাকার বাসিন্দা। বাড়ির ‘অত্যাচারে’ তিনি বেরিয়ে পড়েন। এরপর ওই বৃদ্ধা কোনওভাবে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায় চলে এসেছিলেন। পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। হুগলি পুলিশ প্রশাসনের সঙ্গে হাওড়া সিটি পুলিশ যোগাযোগ শুরু করেছে।