হাওড়া, ৯ মার্চ:- হাওড়ায় আধুনিক মানের ফুলবাজার তৈরির জন্য পুরসভাকে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ টাকা দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রন্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা। বুধবার দুপুরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তীর হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। এদিন সংস্থার প্রতিনিধিরা হাওড়া পুরসভার সদর কার্য্যালয়ে এসে ওই টাকার চেক তুলে দেন। এই টাকায় ফুলবাজার তৈরির কাজ শুরু করবে হাওড়া পুরসভা। প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে। আগামী তিন মাসের মধ্যেই গড়ে উঠবে অত্যাধুনিক মানের ওই ফুলবাজার। তিনটি ধাপে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা পুরসভাকে অর্থ দেবে। ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, হাওড়া পুরনিগম একাকায় যে ফুলবাজার তৈরি হতে চলেছে তাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড সংস্থা এগিয়ে এসেছেন। কাজ যাতে শুরু হয় সেই কারণে ওই সংস্থার পক্ষ থেকে প্রায় তিন কোটি টাকা দেওয়া হবে। বুধবার তারই প্রথম কিস্তির ১ কোটি ৫৯ লক্ষ টাকা পুরনিগমকে দেওয়া হলো।
অত্যাধুনিক এই ফুলবাজারটি হবে হাওড়ার তেলকল ঘাটের বার্ন স্ট্যান্ডার্ড সংস্থার উল্টোদিকে হাওড়া পুরসভার বিল্ডিংয়ে। ওনারা সিএসআর ফান্ড থেকে টাকা দিচ্ছেন। সেই কারণে হাওড়া পুরনিগমের বিশেষ কিছু খরচ হচ্ছে না। তবে ওখান থেকে হাওড়া পুরনিগম রাজস্ব আদায় করতে পারবে। ওখানে ফুল সংগ্রহ করা হবে। এই ফুলবাজার নিয়ে ইতিমধ্যেই ভালো সাড়া পড়েছে। ফুল ব্যবসায়ীরা জানতে চাইছেন এই বাজার কবে থেকে খোলা হবে। এর জন্য ফর্ম ছাপানো হচ্ছে। ইচ্ছুক ফুল ব্যবসায়ীরা হাওড়া পুরনিগমে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়াও মল্লিকঘাট ফুলবাজারে ফর্ম দেওয়া থাকবে। আর ওখান থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ওনারাও অনেকেই এখানে আসতে চাইছেন। এখানে সব মিলিয়ে চাষি এবং বিক্রেতাদের নিয়ে একশোরও বেশি স্টল হবে। এর পাশাপাশি নিচে স্টোরেজ থাকবে। শুধু তাই নয় এখানে আধুনিক মানের ফুলবাজার তৈরি হবে। অনেক আগ্রহী ফুলবিক্রেতা ও ব্যবসায়ীরা ইতিমধ্যেই স্টল নিতে চেয়ে যোগাযোগ করেছেন। শতাধিক ফুলের স্টল থাকবে এই ফুলবাজারে। সেইসঙ্গে এখানে ফুল সংরক্ষণ ও ফুল থেকে রঙ তৈরিরও ব্যবস্থা থাকবে। এই ফুলবাজারে রাজ্যের হর্টিকালচার দফতরও অংশ নেবে। এখানে বিভিন্ন ধরনের ফুলের বীজও পাওয়া যাবে। হাওড়া সহ পার্শ্ববর্তী জেলাগুলির ফুলবিক্রেতা ও ব্যবসায়ীরাও এখানে ব্যবসা করতে পারবেন বলে সুজয়বাবু জানান।