এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রাজ্য।

কলকাতা, ৯ মার্চ:- চলতি আর্থিক বছরে শ্রমদিবস সৃষ্টির নিরিখে ১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি জানান, চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস।

এবিষয়ে কেন্দ্রের কাছে ৩৫ কোটি শ্রমদিবসের অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র অনুমোদন করেছে মাত্র ২৭ কোটি। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে রাজ্য। আগামী ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩৩ কোটি শ্রমদিবসের অনুমোদন চাওয়া হয়েছে।