এই মুহূর্তে কলকাতা

শুক্রবার ২০২২-২৩ আর্থিক বছরেরে রাজ্য বাজেট পেশ।

কলকাতা, ৭ মার্চ:- শুক্রবার ২০২২-২৩ আর্থিক বছরেরে রাজ্য বাজেট পেশ হবে। সোমবার বাজেট অধিবেশনের সূচনার আগে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও বিরোধী দল বিজেপি এদিনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করে। ফলে ওই বৈঠকে তাদের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। পরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ্য বিমান বনদ্যোপাধ্যায় সভায় জানান, কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মত মঙ্গলবার শোক প্রস্তাব গ্রহণের পরে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যাবে। বুধ এবং বৃহস্পতিবার অধিবেশনের প্রথমার্ধে প্রশ্ন-উত্তর-পর্ব, উল্লেখ পর্ব ছাড়াও দ্বিতীয়ার্ধে রাজ্যপালের অভিভাসনের উপরে আড়াই ঘণ্টা করে আলোচনা হবে।

শুক্রবার দুপুর দুটোয় আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবার বাজেট পেশ করতে পারেন বলে জানা গিয়েছে। পরের সপ্তাহে সোম ও মঙ্গলবার বাজেট প্রস্তাব এর উপরে আলোচনা হবে। ২৮ তারিখ পর্যন্ত অধিবেশন চলবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত সোমবার থেকেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে।বিরোধী বিজেপির নজির বিহীন বিক্ষোভের জেরে এদিন শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা। পুরো বাজেট অধিবেশন পর্ব জুড়েই সূচনা পর্বের এই উত্তাপ বজায় থাকবে বলে মনে করছেন পরিষদীয় রাজনীতির অভিজ্ঞরা।