হুগলি, ২৬ অক্টোবর:- উত্তরপাড়ায় এক তরুণীকে লক্ষ্য করে তরল রাসায়নিক পদার্থ ছুড়ে মারার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার শান্তিনগরে। এই ঘটনায় ওই তরুণী উত্তরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই তরুণী জানিয়েছেন মঙ্গলবার বিকেলে তিনি কাজের শেষে বাড়ি ফিরছিলেন। শান্তিনগরের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই পিছন দিক থেকে এক যুবক তার শরীর লক্ষ্য করে এক ধরনের তরল রাসায়নিক পদার্থ ছুঁড়ে মারে। রীতিমতো ভয় পেয়ে তিনি চিৎকার করে উঠলে আশেপাশের মানুষ ছুটে আসলে ওই যুবক পালিয়ে যায়। ততক্ষণে ওই তরুণীর পিঠের যে অংশে ওই তরল পদার্থ লেগেছিল সেই জায়গায় অসম্ভব রকম জ্বলতে শুরু করে। মাথার চুল আঠার মত জড়িয়ে যায়।
পোশাকের বেশ কিছুটা অংশ লালচে বর্ণের হয়ে যায়। ঘটনায় আতঙ্কিত ওই তরুণী রাস্তায় বেরোতেও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উত্তরপাড়ার বুকে একই ব্যক্তি নিজের নামে একাধিক ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। সেই ফ্ল্যাটগুলিকে ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার করছেন ফ্ল্যাট মালিক। কিন্তু যারা ভাড়া আসছেন তাদের অধিকাংশকেই স্থানীয়রা চেনেন না। পুলিশও এই সম্পর্কে অবগত নয়। উত্তরপাড়ার বুকে এর আগেও বাড়ি ও ফ্ল্যাট ভাড়া নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে অপরাধ মূলক কাজের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের দাবি দুষ্কৃতী দৌরাত্ম্য কমাতে অবিলম্বে বাইরে থেকে আসা ভাড়াটিয়াদের প্রতি নজরদারি চালানো উচিত পুলিশের। মঙ্গলবারের এই ঘটনায় উত্তরপাড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয় নি।