হুগলি, ৭ মার্চ:- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর সেই সব পরীক্ষার্থীদের মনোবল আরো বাড়াতে বৈদ্যবাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হরিপদ পাল নিজেই টোটো করে পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদের। দুবছর করোনার কারনে পড়াশোনার সঙ্গীছিল না কিছু। ডিজিটাল মাধ্যমে হচ্ছিল পড়াশোনা৷ কিন্তু সময়ের হাত ধরে বদলাতে শুরু করে পরিবেশ। করোনার প্রকোপ কম হতেই ছাত্র ছাত্রীরা সুযোগ পায় জীবনের ভীত গড়ার প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রথম দিনে অভতুপূর্ব পরিষেবা দিতে এগিয়ে এলেন বৈদ্যবাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী।
তিনি কোন দলের প্রতিক নিয়ে নয়, জন সাধারনের প্রতিনিধি হয়ে এগিয়ে এলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০ টি টোটো ব্যবস্থা করলেন। আটদিন ধরে ছাত্র -ছাত্রীদের পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওায় নিয়ে আসার ব্যবস্থা করলেন তিনি পাশাপাশি প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের যাতে পরীক্ষা দিতে অসুবিধে না হয় তাদের হাতে তুলে দিলেন পেন। এবং প্রত্যেকে মিষ্টিমুখ করালেন চকলেট দিয়ে। যাতে তাদের তোদের পরীক্ষা ভালো হয়। অর্থাৎ আগামী দিন ডিজিটাল মাধ্যমে নয়, মেধার পরিচয় হোক কলমের হাত ধরে। প্রত্যাশা আরো অনেক রইল আগামী প্রজন্মের কাছে এই নির্দল প্রার্থীর। মানুষের পাশে থেকে মানুষের কাজ করার অঙ্গিকারবদ্ধ বৈদ্যবাটী পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হরিপদ পালের।