এই মুহূর্তে জেলা

টানা কয়েক দিন নিখোঁজ থাকার পর যুবকের মৃত্যুর খবরে চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৭ মার্চ:- টানা কয়েকদিন নিখোঁজ থাকার পর মৃত্যু হওয়ার খবর যুবকের। চাঞ্চল্য চুঁচুড়া স্টেশন সংলগ্ন দেশবন্ধু পল্লী এলাকায়। মৃত যুবকের নাম পঞ্চানন বিশ্বাস(৩২)। পঞ্চানন কামিনী পাতার ব্যাবসা করতেন। গত ১তারিখ দুপুরের দিকে হাওড়া ফুল মার্কেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন পঞ্চানন। রাত সাড়ে এগারোটা নাগাদ পঞ্চাননের বন্ধু বৈদ্যবাটি নিবাসী শঙ্করের মোবাইল থেকে পঞ্চাননের স্ত্রী রাখী বিশ্বাসের কাছে একটি ফোন আসে। সেই ফোনেই স্বামীর সাথে শেষবার কথা হয় রাখী। রাখীদেবী বলেন স্বামী সেসময় তাঁকে বৈদ্যবাটি থেকে নিয়ে যাওয়ার কথা বলেছিলো। কিন্তু অত রাতে তিনি স্বামীকে আনতে যেতে পারেননি। তারপর থেকে সেই ফোন সুইচড অফ হয়ে যায়।

রাখিদেবী বলেন মাঝে মাঝেই স্বামী কর্মীদের বাড়িতে থাকেন। তাই আমি সেদিন স্বামীকে সেখানেই থেকে যেতে বলেছিলাম। সকালেও স্বামী আর বাড়ি ফেরেনি। এরপর খোঁজখুজি শুরু হয়। চুঁচুড়া থেকে হাওড়া পর্যন্ত একাধিক জিআরপিতে পঞ্চাননের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো শুরু হয়। রবিবার শেওড়াফুলি জিআরপিতে গিয়ে বিষয়টি জানাতেই পুলিশ জানায় গত ২তারিখ রাতে বৈদ্যবাটি ও শেওড়াফুলির মাঝে ট্রেনে কাটা এক যুবকের মৃতদেহ মিলেছে। ছবি দেখে পঞ্চাননকে সনাক্ত করে তাঁর বাড়ির লোক। মৃতের উপরের দিকে টি শার্টের কিছুটা অংশ থেকলেও নিন্মাংশে ছিলো না কোন পোশাক। পরিবারের অভিযোগ পঞ্চাননকে খুন করা হয়েছে। পরিবারের দাবী পঞ্চাননের শেষকৃত্যের পর খুনের অভিযোগ দায়ের করা হবে।