হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যপাল ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন সাংসদ প্রসূন। বললেন প্রয়োজন হলে ধর্নায় বসব। হাওড়ার মানুষের সই সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে পাঠাব। ভারত সরকার রাজ্যপালকে ফিরিয়ে না নিলে আন্দোলনে নামবো। প্রয়োজনে রাস্তায় বসে ধর্না দেব। রবিবার হাওড়া দাসনগরে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের উপর একরাশ ক্ষোভ উগরে দেন প্রসূন।
তিনি বলেন, রাজ্যে প্রায় সব পুরসভায় ভোট হচ্ছে। হাওড়ার মানুষ এত অসুবিধায় আছে তা সত্বেও হাওড়া পুরসভার ভোট হতে দিলেন না রাজ্যপাল।তিনি আরও বলেন আমরা ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সই সংগ্রহ করব। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।