হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার লিলুয়ায় কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। দেহ ঘিরে বিক্ষোভ দেখান ইয়ার্ডের কর্মীরা। পূর্ব রেল হাওড়া ডিভিশনের লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে শনিবার দুপুর ১টা নাগাদ ওই ইয়ার্ডের লাইটিং বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার গণেশ নস্কর ট্রেনে কাটা পড়ে মারা যান।ইয়ার্ডে একটি মেল ট্রেন ঢোকার সময় ঘটনাটি ঘটে। এরপর কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। তাদের অভিযোগ কাজের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন গনেশবাবু। তিনি আত্মঘাতী হন বলেও এদিন অভিযোগ ওঠে। এদিন এই ঘটনায় বিক্ষোভ শুরু হয় ইয়ার্ডে। পূর্ব রেলওয়ে মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ জানান, সিনিয়র ডিইই কর্মচারী ও সুপারভাইজারদের অত্যধিক কাজের চাপ দিচ্ছিলেন।
নির্দিষ্ট সময়ের পরেও অতিরিক্তি কাজের চাপ দিচ্ছিলেন। যার ফলে মানসিক চাপের মধ্যে রয়েছেন সবাই।এর আগেও একজন কর্মচারী আত্মঘাতী হয়েছেন। অবিলম্বে তাঁর বদলির দাবি করা হয়েছে। এদিন ইয়ার্ডের কর্মীরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনাস্থলে আরপিএফ এলে আরও উত্তেজনা বাড়ে। ডিভিশনের সিনিয়র অফিসাররা এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত মৃতদেহ আটকে রাখা হবে বলে জানানো হয়। পূর্ব রেলের আধিকারিক জানান, লিলুয়া শর্টিং ইয়ার্ডে এক কর্মী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে। ইয়ার্ডের কর্মীরা যে অভিযোগ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।