এই মুহূর্তে জেলা

স্বামী প্রণবানন্দের আবির্ভাব তিথিতে প্রণব রথ মন্মথপুরে। 

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- মাঘী পূর্ণিমা ও যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে প্রণব রথ বের করল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির। দু’দিনের এই অনুষ্ঠানে রীতি মেনে রথের মহারথী হিসাবে শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজ এবং সারথী হিসাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেজে জগতের কল্যাণ কামনায় দৈবশক্তির সাথে ভক্তের মিলন স্থাপনে বিশেষ ভুমিকা গ্রহণ করেন৷ 

There is no slider selected or the slider was deleted.

সপ্তম বর্ষের এই প্রণব রথ দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত কাকদ্বীপ ব্লকের বিজননগর-দুর্গানগর বিশালাক্ষ্মী মন্দির থেকে মন্মথপুর প্রণব মন্দির হয়ে গিরিরচক মনসা মন্দির, বাঁশতলা কালনাগিনী নদীর তীর থেকে দূর্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দির হয়ে মন্মথপুর হিন্দু মিলন মন্দিরে এসে শেষ হয়। প্রণব রথে এলাকার বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য ভক্ত যোগদান করেছিলেন৷

There is no slider selected or the slider was deleted.