হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃত ভিকিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। কোটি টাকা ডাকাতির টাকায় প্রেমিকাকে দামি আই ফোন ও প্রেমিকার মা’কে ফ্ল্যাট কিনতে সাড়ে চার লক্ষ টাকা উপহার পাঠিয়েছিল সে। সূত্রের খবর, ডাকাতির টাকায় দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দিয়েছিলো প্রেমিকাকে হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি মল্লিক। মহিমা নামের পেশায় বার ড্যান্সার ওই মহিলাকে চমক দিতে আই ফোনের অত্যাধুনিক মডেল কিনে উত্তরপ্রদেশে পাঠিয়েছিলো ভিকি। শুধু তাই নয়, মহিমার মা’কেও সাড়ে চার লক্ষ টাকা অনলাইনে পাঠিয়েছিলো ফ্ল্যাট কেনার জন্য। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। যদিও প্রেমিকার মা’কে ফ্ল্যাট কিনতে অনলাইনে টাকা পাঠানোর কথা পুলিশ অস্বীকার করেছে।
ভিকিকে হাওড়া থেকে গ্রেফতারের করে বুধবার আদালতে তুলে টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হয়েছে। জানা গেছে, মহিমা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে ভিকির সঙ্গে তার আলাপ। প্রসঙ্গতঃ গত ৮ ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতীরা।তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের সনাক্ত করে তদন্তকারীরা।প্রাথমিক তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিলো এজেন্টদের। এরাই দুস্কৃতিদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে। কোটি টাকা লুঠ হয়।








