এই মুহূর্তে কলকাতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উত্তরবঙ্গের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবে সরকার।

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উত্তরবঙ্গের শিল্প মহলের সঙ্গে আলাদা করে বৈঠকে বসছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের ছয় জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে আলোচনা করে সেখানকার বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উত্তরকন্যায় উত্তরবঙ্গের শিল্পপতি ও বণিক সভাগুলির সঙ্গে বৈঠকে বসছেন। মঙ্গলবার উত্তরকন্যায় বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিল্প বৈঠকের কথা জানিয়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ৬ জেলার শিল্পের ব্যাপারে একটি বৈঠক রয়েছে। সব বণিকসভাগুলিও থাকবে।এপ্রিলেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে রাজ্যের জন্য এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে উত্তরবঙ্গের বাণিজ্যমহল।

মুখ্যসচিব ছাড়াও ওই বৈঠকে থাকবেন শিল্পসচিব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব। আগামিকাল সকাল দশটায় বসছে ওই বৈঠক। রাজ্য শিল্প বাণিজ্য সম্মেলন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে এনিয়ে একাধিক বৈঠক করেছেন। কিছুদিন আগেই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আদানি গোষ্ঠীর কর্ণধার। উত্তরবঙ্গে প্রচুর শিল্পপতি রয়েছেন। তাঁদের শিল্পবাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অঞ্চলে বেশকিছু শিল্প যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেমন পর্যটনে বিপুল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেদিকে মাথায় রেখেই পর্যটন দফতরের সচিবকে ডাকা হয়েছে ওই বৈঠকে। এছাড়া এই অঞ্চলে শিল্প গড়ার ক্ষেত্রে আর কোন কোন দিক খতিয়ে দেখা যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।