সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- চন্দননগরে ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল ছাপ্পা মেরে ভকটে জিতেছে। পাশাপাশি তৃণমূল ও সিপিএম আঁতাত। চন্দননগরে ফলাফল ঘোষনা হতে এমনই অভিযোগ তুলে হুগলীর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত রয়েছেন রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউরা।
এদিন ঘড়ির মোড় থেকে মিছিল করে তাঁরা জেলাশাসক দপ্তরের সামনে আসে। এখানে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে ঢুকেছে। বাইরে নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপিকর্মীরা।