এই মুহূর্তে জেলা

পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির ঘুরে দেখলেন আরামবাগের মহকুমা শাসক।

আরামবাগ, ১৩ ফেব্রুয়ারি:- আসন্ন পৌরসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরারা ভোট প্রচার করছেন জোর কদমে। পৌরসভা নির্বাচন নিয়ে রবিবার হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরটি দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে শুরু হচ্ছে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ২টো থেকে ৪টে পর্যন্ত।

এদিন পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির গুলি ঘুরে দেখেন আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসকের দপ্তরে অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরে আসেন অবজারভারও। তিনিও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির ঘুরে দেখেন। আসন্ন পৌর নির্বাচনে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যারা ভোটের পোলিং অফিসার হিসেবে কাজ করবেন তারা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী বলেন, পৌর ভোট নিয়ে আমাদের এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। দুইটি শিফটে এই ট্রেনিং চলছে। অবজারভার এসেছিলেন, তিনিও প্রশিক্ষণ শিবির ঘুরে দেখেন। চলবে সোমবার পর্যন্ত।