হুগলি , ২৮ অক্টোবর:- গভীর রাতে দুষ্কৃতী হামলা হনুমান মন্দিরে। গতকাল রাতে ডানকুনির গোবরা রেল গেটের কাছে একটি হনুমান মন্দিরে দুষ্কৃতীরা হনুমানের মূর্তি ভেঙে দেয় ও মূর্তি টিকে পাশেই ডোরায় ফেলে দেয় আজ সকালে ঠাকুর প্রণাম করতে এলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দির এ মূর্তি নেই তখন খোঁজাখুঁজি শুরু হয় পরে পাশের ডোবা থেকে পাওয়া জায় হনুমান দেবের মূর্তি। এলাকায় উত্তেজনা তৈরি হয় আসে ডানকুনি থানার পুলিশ। দুষ্কৃতী দের গ্রেফতারের দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। হনুমান মন্দিরের উপর হামলা মেনে নিতে পারছেন না বিজেপি কর্মীরাও তারাও বিক্ষোভ শুরু করেছে।