এই মুহূর্তে কলকাতা

বিধি নিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত জানালো রেল কর্তৃপক্ষ।


কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে রেলের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও তাদের রয়েছে। কিন্তু রাজ্যের ছাড়পত্র না পেলে পরিষেবা শুরু করা সম্ভব নয়। সে কারণেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে আহ্বান জানানো হয়েছে। ওই আলোচনায় রাজ্য সরকারের অনুমতি মিললেই দ্রুত লোকাল ট্রেন চালু হতে পারে বলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে লেখা ওই চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে মার্চ মাসের শেষ সপ্তাহে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তার পর দীর্ঘ প্রায় সাত মাস ধরে কোনও লোকাল ট্রেন চলেনি। রেল তার কর্মীদের কাজের প্রয়োজনে বিভিন্ন সেকশনে ট্রেন চালাচ্ছে বটে, কিন্তু তাতে সাধারণের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আনলক পর্ব চালু হলেও লোকাল ট্রেন চালুর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। রেলের এই চিঠি নিয়েও নবান্নের তরফে কোনও মন্তব্য মেলেনি।