এই মুহূর্তে জেলা

মানবিক কাজের অনন্য নজির আরামবাগে।

আরামবাগ, ১১ ফেব্রুয়ারি:- আবারও মানবিক কাজের অনন্য নজীর আরামবাগে। পথের ধারে অসুস্থ ভবঘুরেকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে পড়লেন এক চিকিৎসক। জীব সেবাই শিব সেবা, এই আদর্শকে সামনে রেখে চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং খাবার খাইয়ে সুস্থ করে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশেরা ঘটনাস্থলে ছুটে আসেন।তারাও মানবিক কাজে হাত লাগান।

চিকিৎসক শ্রীকান্ত সানা ভবঘুরের চিকিৎসা করার পাশাপাশি ট্রাফিক পুলিশদের ভবঘুরেকে নিদিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ট্রাফিক পুলিশের এস আই জয়ন্ত বিশ্বাস সেই ব্যবস্থা গ্রহন করেন। নাম পরিচয় বিহীন মানুষের সেবার কাজে ব্রতী হন। মানবসেবার দ্বারা পুলিশের মানবিক দিক তুলে ধরেন তিনি। পুলিশ যেমন আইন বজায় রাখেন তেমনি মানবিক কাজও করেন, এই দিকটাই ধরা পড়ে ভবঘুরে সেবার মাধ্যমে। পাশাপাশি একজন টোটো চালকও সক্রিয় ভুমিকা গ্রহন করেন। দারিদ্র্যতা থাকলেও গায়ের জামা খুলে ভবঘুরে পড়িয়ে দেন। সেখ আজিবরের এই দারিদ্র্য সেবাকে আরামবাগবাসী সাধুবাদ জানায়।