এই মুহূর্তে জেলা

হাওড়ায় ভেজাল ভোজ্য তেলের কারখানার হদিস।

হাওড়া, ৭ ফেব্রুয়ারি:- ভেজাল সরষের তেল তৈরির কারখানায় অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জালান কমপ্লেক্সে এই ভেজাল তেল তৈরির কারখানায় এদিন অভিযান চালানো হয়। কারখানায় হানা দিয়ে আটক হয়েছে প্রচুর পরিমাণ ভেজাল সরষের তেল। ভেজাল তেল বাজেয়াপ্ত করা হচ্ছে। ইবি সূত্রে জানা গেছে, সরষের তেলের সঙ্গে অন্য তেল মিশিয়ে বাজারে এই ভেজাল তেল বিক্রি করত ওই কোম্পানী।

খবর পেয়ে এই কারখানায় তৈরি হওয়া তেলের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে ভেজাল সরষের তেল তৈরি হচ্ছে এখানে।কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।কারখানাটি আপাতত সিল করে দেওয়া হয়েছে।