এই মুহূর্তে কলকাতা

বিনা হেলমেটে রাস্তায় বাইক নিয়ে বেরোলেই কঠোর শাস্তির মুখে পড়তে পারে চালকরা।


কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- এবার থেকে বিনা হেলমেটে বাইক নিয়ে রাস্তায় বেরোলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চালকদের। তিন মাসের জন্য বাতিল হবে তাদের লাইসেন্স ১০০০ টাকা জরিমানা তো থাকছেই। শনিবার সরস্বতী পুজোর দিন থেকেই কড়া ভাবে পথে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগ।শুরু হয়ে গেছে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া।পুলিশের মতে, এই কড়া শাস্তির ফলে এ ধরনের ট্রাফিক আইন ভাঙার প্রবণতা অনেকটাই কমবে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই ট্রাফিক আইন ভাঙলে বর্ধিত জরিমানা দিতে হচ্ছে গাড়ি বা বাইক চালকদের।

প্রতিদিন কলকাতা পুলিশের আওতায় যতগুলো ট্রাফিক আইন ভাঙার মামলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশজুড়ে রয়েছে হেলমেট না পরে বাইক চালানো এবং এক বাইকে দুইয়ের বেশি বা তিন জন যাতায়াত করা।বৃহস্পতিবারও কলকাতায় মোট ১২২৪টি ট্রাফিক মামলা হয়েছে। এর মধ্যে ‘ট্রিপল রাইডিং’-এর মামলা হয়েছে ১৬৩টি। হেলমেট না পরার অভিযোগে ধরা পড়েছেন ৩১৮ জন বাইক চালক। জরিমানা বৃদ্ধি হওয়ার পরও ট্রাফিক আইন ভেঙে বাইক ও স্কুটি চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। তাই লালবাজারের নতুন নির্দেশ অনুযায়ী ‘ট্রিপল রাইডিং’-এর ক্ষেত্রে এবার থেকে মোটর ভেহিক্যালস আইন এবং হেলমেট না পরে বাইক চালানোর ক্ষেত্রে ওই আইনেরই ভিন্ন একটি ধারা কার্যকর করা হচ্ছে।