এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টিতে স্কুলের মন্ডপের জমা জল সরাতে ব্যস্ত ছাত্রী থেকে শিক্ষিকারা।

হুগলি, ৪ ফেব্রুয়ারি:- কাল থেকে খুলেছে স্কুল। আশা ছিল, ঘটা করে স্কুলে সরস্বতী পুজো হবে, সাজানো হবে স্কুল চত্তর। ছাত্রীরা দেবে আল্পনা। কিন্তু বৃষ্টিতে সব পন্ড। বৃষ্টিতে স্কুলে প্রতিমা এলেও, মুখ ভার পড়ুয়া সহ শিক্ষিকাদের। কোভিড এর কারণে তিন বছর পর স্কুলে এইবছর প্রতিমা এনে পুজো হচ্ছে স্কুলে। গতকাল স্কুল খোলার পর মনে ছিল আনন্দ। বন্ধুরা একসাথে দেবে আল্পনা। কিন্তু সকাল থেকে দেখা গেল সিঙ্গুর গোলাপ মোহিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃষ্টিতে মণ্ডপের সামনে জমা জল সরাতে ঝাঁটা হাতে ছাত্রী ও দিদিমনিরা। মণ্ডপ সাজানোর জন্য স্কুলের ক্লাস রুমে ছাত্রীরা থার্মোকল কেটে তৈরি করছে দেবীর বাহন ও বীনা, তবলার মডেল। বাগদেবীর কাছে একটাই প্রার্থনা বৃষ্টি বন্ধ হোক।