এই মুহূর্তে কলকাতা

ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিধান নগর পুলিশ কমিশনারের এলাকাতেও বিগত কয়েক দিনে কিছু উস্কানিমূলক পোস্টার দেখা যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী সভায় জানিয়েছেন। অবিলম্বে এ ধরনের অশান্তি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, ‘২-৩টি ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও। বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না।

ওখানকার অপরাধীদের এই চক্রকে ধরতে হবে। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু পিছনে কারা?” উল্লেখ্য, একাধিক ঘটনায় সম্পতি উত্তাপ ছড়িয়েছিল ব্যারাকপুর এলাকায়। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যেও অশান্তির আবহ সৃষ্টি হয়। এই নিয়েই এদিন পুলিশ কমিশনারকে বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কালচিনিতে হেরিটেজ বিক্রি করে দেওয়ার অভিযোগে তিনি নাম না করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে বলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কিছু সময় পরই পাল্টা তোপ দাগেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি নেতা বলেন, “নিজের দলকেই ঠিক করতে পারছেন না, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই বাইরে থেকে অস্ত্র আনছে। বিরোধীদের গ্রেফতার করার চেষ্টা, বাইরে থেকে অস্ত্র আনা কেন বন্ধ করতে পারছে না এসটিএফ ?” পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না।