এই মুহূর্তে জেলা

মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।

হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা।

অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া থানার পুলিশ। বিনা মাস্কে আটক হয়েছেন ২০ জন। এদিন সকালে হাওড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালায়।

মুখে মাস্ক না পরার কারণে মহামারী আইনে এদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সারাদিনই এই অভিযান চালানো হবে। এর পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারও চালানো হয়।