হাওড়া, ৩১ জানুয়ারি:- হাওড়ার রামকৃষ্ণপুর এলাকার জয়হিন্দ বাজারে পথচলতি মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হল। রবিবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী মোহন বসু এবং অয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এদিন প্রায় তিন শতাধিক মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। মোহন বসু জানান, জয়হিন্দ বাজারে এদিন ক্রেতা বিক্রেতাদের মাস্ক বিলি করা হয়। এর পাশাপাশি স্থানীয় একটি বস্তি অঞ্চলে সেখানকার মানুষের হাতে স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়।
মূলত কোভিড সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল বলে মোহনবাবু জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী খুশবু আগরওয়াল বন্দ্যোপাধ্যায়, শৈলেন দাস, রণো চট্টোপাধ্যায়, ডাঃ রাহুল ঘোষ প্রমুখ। প্রসঙ্গতঃ এর আগেও বিগত দু’বছরে করোনা পরিস্থিতিতে এদের উদ্যোগে পুলিশ প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে খাদ্যসামগ্রী, রেশন সামগ্রী প্রদানের মতো সামাজিক কর্মসূচি নিয়েছিলেন।