খানাকুল, ৩১ জানুয়ারি:- মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্য খানাকুলে মর্মান্তিক ঘটনা হুগলি জেলার খানাকুল। এবার মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। যদিও পুলিশ এই ঘটনায় ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার নাম ছবিতা পাত্র। বাড়ি খানাকুলের দাসপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় ছেলে নাকি এই ঘটনা ঘটিয়েছে।
গুনোধর ছেলের নাম অনুপ পাত্র। মৃতের ছোট ছেলে অনুপ নাকি মদ্যপ অবস্থায় মায়ের গলা টিপে ধরে খুন করে। এমনটাই দাবী মৃতের আত্মীয়ের। এদিন সকালে অনেক ডাকাডাকির পরেও যখন ঘরের দরজা খোলেনি তখন জোর করে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজা খোলা ছবিতা পাত্র পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে দাবী করে। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পুলিশ সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে।