মালদা, ৩১ জানুয়ারি:- স্ত্রীর জন্য ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না। মাটি বোঝায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু স্বামীর। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানা লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অশোক মজুমদার। বাড়ি মালদা শহরের বাগবাড়ি এলাকায়। এদিন সকালে সাইকেল নিয়ে স্ত্রীর জন্য লক্ষীপুর এলাকায় ওষুধ আনতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ঠিক সেই সময় একটি মাটি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক মজুমদারের। পেশায় তিনি কাঠমিস্ত্রি।
সম্প্রতি একটি দুর্ঘটনায় তার স্ত্রীর পা আঘাত লাগে। এদিন সকালে স্ত্রীর জন্য ওষুধ নিতে যাবার পথে পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষন বাদী পুলিশি হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন বেপরোয়াভাবে ওই এলাকা দিয়ে মাটি বোঝাই লরি চলাচল করে। যার ফলে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এই বিষয়ে পুলিশি হস্তক্ষেপে দাবি করেছেন স্থানীয়রা।