হাওড়া, ৩০ জানুয়ারি:- রাজ্যে পানশালা খোলা অথচ পাঠশালায় ঝুলছে তালা। অবিলম্বে রাজ্যের সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের ডাকে হাওড়া পুরসভা ৩৮ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জিহাট বাসস্ট্যান্ড থেকে রবিবার সকালে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দীপশিখা ভৌমিকের নেতৃত্বে এদিন ওই প্রতিবাদ মিছিল চ্যাটার্জিহাট বাসস্ট্যান্ড হয়ে ক্যারি রোড সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। দীপশিখা ভৌমিক বলেন, এই অতিমারী পরিস্থিতি আমাদের জীবনকে অস্থির করে তুলেছে।
তবু বিধি মেনেই আমরা দিন যাপন করছি। তা সত্বেও নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্র-রাজ্য দুই সরকার নেমে পড়েছে। এই মহামারীতে মেলার আয়োজন করা হয়েছে। কখনও কুম্ভ মেলা, কখনও গঙ্গাসাগর মেলা হচ্ছে। বিধি তৈরি করে পানশালা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন শিক্ষা থেকে আগামী ভবিষ্যৎকে দূরে সরিয়ে রেখে নোংরা খেলায় মেতেছে সরকার পক্ষ। দিনের পর দিন বেহাল শিক্ষাব্যবস্থায় শিশুমন বিপন্ন হয়ে পড়েছে। পড়ুয়ারা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছে। তাই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস হাওড়া চ্যাপ্টার এবং হাওড়ার ৩৮ নম্বর কংগ্রেসের তরফ থেকে আজ আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি।