এই মুহূর্তে জেলা

বেসুরো হুগলীর বিজেপি নেতা সুবীর নাগ, তৃণমূলে যোগদানের ইঙ্গিত!

সুদীপ দাস, ২৯ জানুয়ারি:- এবার বেসুরো বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। শনিবার চুঁচুড়ার পেয়ারাবাগানে সুবীর বাবু পাড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে সংবর্ধিত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে। এদিনের অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গুনীজন সংবর্ধনার পাশাপাশি এদিন ওই ক্লাবে জীম ও শববাহী গাড়ির উদ্বোধন করা হয়। এর মধ্যে শববাহী গাড়িটি অপরূপা পোদ্দারের সাংসদ তহবিলের অর্থানুকূল্যে প্রদান করা হয়। এখানেই সাংসদ অপরূপা পোদ্দার বিজেপি নেতা সুবীর নাগকে সংবর্ধনা প্রদান করেন।

এই খবর জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি এবার সুবীরবাবুও তৃণমূলে? সংবর্ধনা নিয়ে সুবীরবাবু বলেন ওটা পাড়ার ক্লাবের অনুষ্ঠান। সেখানে আরামবাগের সাংসদ ও চুঁচুড়ার বিধায়ক ছিলেন। তার সাথে রাজনীতির কোন যোগ নেই। তবে বিজেপিতে যে তিনি এখন কোন ডাক পান না সেকথা অকপটেই স্বীকার করেন তিনি। বর্তমান বিজেপির জেলা নেতা থেকে হুগলীর বিজেপি সাংসদের উপরও ক্ষোভ উগরে দেন। আর তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন অফার পেলে ভাববেন! এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন সুবীরের পাড়ার আমি বড় হয়েছি। ও অত্যন্ত কাজের ছেলে। তবে ওকে দলে নেওয়ার বিষয়টা দল ঠিক করবে।