এই মুহূর্তে জেলা

মোটা অঙ্কের টাকা দাবি ও তা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে দাশনগর থেকে গ্রেফতার হল দুই ব্যক্তি।

 

হাওড়া,৪ মার্চ:-  মোটা অঙ্কের টাকা দাবি ও তা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার হল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে হাওড়ার দাশনগর থানার পুলিশ এদের গ্রেফতার করে। ওই থানা এলাকার বাসিন্দা পঙ্কজ দাসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম গোরাচাঁদ দেয়াশী এবং শ্যামল মন্ডল। এদের দুজনকে বুধবার হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গোরাচাঁদ দেয়াশীর কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল পঙ্কজ দাসের। গোরাচাঁদ একটি অর্থলগ্নি সংস্থার কর্মী ছিলেন। সেই সংস্থাটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের ২রা নভেম্বর গোরাচাঁদের কাছে পাওনা টাকা দাবি করেন পঙ্কজ। অভিযোগ, সেই টাকা দিতে অস্বীকার করেন গোরাচাঁদ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                তার কিছুদিন পরই শ্যামল মন্ডল নামে এক অচেনা ব্যক্তি পঙ্কজকে ফোন করে ডেকে পাঠায়। শ্যামলের সঙ্গে দেখা করলে দুজনের মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলেন। এর জন্য পঙ্কজের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাওয়া হয়। অভিযোগ সেই টাকা না দিলে খুনের হুমকি দেয় শ্যামল মন্ডল। শুধু তাই নয় এর পাশাপাশি তাঁর কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণেরও হুমকি দেওয়া হয়। পঙ্কজবাবুর দাবি হুমকির ভয়ে এরপর থেকে তিনি ধাপে ধাপে প্রায় ৩ লক্ষ টাকা দেন শ্যামলবাবুকে। পরে তাঁর টাকার চাহিদা আরও বেড়ে গেলে আতঙ্কিত পঙ্কজবাবু দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, গোরাচাঁদের কাছ থেকে পাওনা টাকা চাইতেন পঙ্কজ। সেই পাওনা টাকা যাতে আর না চায় তারজন্য শ্যামলকে এই কাজের দায়িত্ব দেন গোরাচাঁদ। তারপর থেকে শ্যামল হুমকি দিয়ে টাকা তুলতে থাকে বলে অভিযোগ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.