হাওড়া, ২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসে পথ দুর্ঘটনা হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের কোনা হাইরোডে। কলকাতার গড়িয়ার কালিতলা এলাকার বাসিন্দা ৬ যুবক কোলাঘাট থেকে বাড়ি ফেরার সময় বাইকে রেষারেষি করায় দুর্ঘটনায় কবলে পড়েন বলে জানা গেছে।
রক্তাক্ত অবস্থায় দুই যুবক প্রসেন হালদার ও প্রীতম পৈলানকে কোনা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা উদ্ধার করে প্রথমে কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখান থেকে পরে এদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে।