এই মুহূর্তে জেলা

হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অগ্নিমিত্রার।

হাওড়া, ২৫ জানুয়ারি:- ২০১১ সালে ক্ষমতায় এসে বিরোধীদের রাজনীতির জায়গা দেবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদতে সেটা মিথ্যে কথা ছিল। তাই রাজ্যের সর্বত্র বন্দুকের কারখানা তৈরি হলেও, মহিলা নির্যাতনের ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী চুপ থাকেন। অথচ এই মহিলাদের ব্যবহার করে তিনি ভোটে জেতেন। সোমবার হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়ার সাঁকরাইলে গৃহবধূর উপরে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আমি আসার দশ মিনিট আগেও সাঁকরাইল থানার বড়বাবুকে জানানো হয়।

তিনি থানায় আছেন বলে জানান। কিন্তু থানাতে এসে তার দেখা পাওয়া যায়নি। তিনি থানাতে নেই। আসলে বিরোধী দলের সঙ্গে থানার পুলিশ আধিকারিক কথা বলুক এটা মুখ্যমন্ত্রী চাননা। আর কথা বললে তার বদলিও অবধারিত। তিনি অভিযোগের সুরে আরও বলেন, আজকে ওই নির্যাতিতার বাড়িতে আসার কথা ছিল তার। নির্যাতিতার পরিবার কোন রাজনৈতিক দল করে সেটা বিবেচ্য নয়। ওই মহিলাকে তিনজন দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে নির্যাতন করেছে। তাই তিনি এসেছেন তার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তার আসার খবর পেয়ে ওই মহিলাকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যাতে তিনি তার সঙ্গে দেখা না করতে পারেন।