এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকারের পর এবার শুরু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়।

কলকাতা, ২৩ জানুয়ারি:- স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্থ নিচু ক্লাসের পড়ুয়াদের খোলামেলা পরিবেশে নিজের বাড়ির কাছে পড়াশোনার সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। এজন্য স্কুলকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।‘দুয়ারে সরকার’ এর পর এবার শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচির উদ্বোধন করবেন।

শিক্ষা দফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে যেতে না হয়, কিংবাঅনলাইন ক্লাসের ওপর নির্ভর করতে না হয়, তার জন্য এবার থেকে শিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন। তবে বন্দী ক্লাসরুমে নয়, বরং প্রকৃতির মাঝে এই শিক্ষা ব্যবস্থা শুরু হতে চলেছে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন যাবৎ স্কুল খোলার দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। তাই এবার প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের নতুন পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ নিঃসন্দেহে নীচু শ্রেণীর পড়ুয়াদের আবার পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে চলেছে।