এই মুহূর্তে জেলা

আরামবাগ শহরকে যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের।

আরামবাগ, ৮ সেপ্টেম্বর:- হুগলির আরামবাগ শহরকে যানজটমুক্ত করতে এবং দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। ট্রাফিক পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানায় এলাকার মানুষ। আরামবাগ শহরের মধ্যে যততত ভাবে গাড়ি পার্কিং করলেই পুলিশ আইনত পদক্ষেপ গ্রহন করছে।বেআইনি ভাবে গাড়ি পার্কিং করে বেশির ভাগ মানুষ কেনাকাটা করতে চলে যাচ্ছেন বলে অভিযোগ।আর সেই জন্যই একদিকে যেমন আরামবাগ লিঙ্ক রোডের মধ্যে যানজট সৃষ্টি হচ্ছে তেমনি অন্যদিকে ভয়ংকর দুর্ঘটনায় বলি হচ্ছেন মানুষ। এই জন্য বার বার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি আইনত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। নিরীহ মানুষের প্রান বাঁচাতে এবং হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলি যাতে দ্রুত যেতে পারে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গগত উল্লেখ্য বেশ কিছুদিন আগে আরামবাগের বসন্তপুরে এক শিক্ষকের পথদুর্ঘনায় মারা যান।তারপর এলাকার মানুষ আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের দ্বারস্থ হন। এরপরই লড়চড়ে বসে প্রশাসন। আরামবাগের হাসপাতাল রোড থেকে শুরু করে গোটা আরামবাগ শহরের ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের নজরারীতে শহরকে যানজট মুক্ত করতে কাজ করে পুলিশ। এদিন আরামবাগে যেখানে বেআইনি ভাবে গাড়ি পার্কিং করা থাকে সেখানেই কড়া ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক যুবক জানান,পুলিশের এই উদ্যোগটা খুব ভালো করেছে।এতে করে আশা করা যায় যানজট অনেকটাই কমবে। সবমিলিয়ে ট্রাফিক পুলিশের এই কড়া মনোভাবের প্রশংসা করেছে এলাকার মানুষ। আরামবাগে দুর্ঘটনা কমাতে এবং যানজট মুক্ত করতে পুলিশ আইমত যা পদক্ষেপ গ্রহণ করবে তাতেই খুশি স্থানীয় ব্যবসাদার থেকে স্থানীয় মানুষ।