কলকাতা,১৮ জানুয়ারি:- বেসরকারি পরিবহন মালিকদের দীর্ঘদিনের দাবি মেনে বাণিজ্যিক গাড়ির ফিটনেস সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সরল করা হচ্ছে। এখন থেকে রাজ্যে নথিভুক্ত যে কোন বাণিজ্যিক গাড়ি রাজ্যের যেকোনো আঞ্চলিক পরিবহন অফিস থেকে নিয়মমাফিক কাগজপত্র জমা দেওয়া ও পরীক্ষা-নিরীক্ষার পর ফিটনেস সার্টিফিকেট পেতে পারবে। রাজ্যের পরিবহন সচিব রাজেশ সিনহা মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। বেসরকারি পরিবহন মালিকরা রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। সিটি সুবর্বান বাস সার্ভিসেস এর সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন এর ফলে বাস মালিকেরা অযথা হয়রানি থেকে মুক্তি পাবেন। পরিবহনে দালাল রাজের অবসানের দিকেও আরেক ধাপ এগিয়ে যাওয়া হল।