এই মুহূর্তে জেলা

শব্দ দূষণ রুখতে ডিজে বক্স, মাইক ব্যবসায়ীদের নিয়ে একটি প্রশাসনিক আলোচনা সভা আরামবাগে।

আরামবাগ, ১৭ জানুয়ারি:- স্বস্তি পেতে চলেছে আরামবাগের মানুষ! বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পিকনিক সহ অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজে বক্স এর রমরমা। ডিজে বক্সের শব্দের কারণে অসুস্থ হয়ে পড়ে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যারা ডিজে বক্স ভাড়া করে বাজায় তাদের বেশিরভাগই সরকারি নিয়ম অনুযায়ী বাজায় না। ফলে অসুবিধায় পড়ে সাধারণ মানুষ। অন্যদিকে বছরের বেশ কিছুদিনের মধ্যে ২৫শে ডিসেম্বর,১ জানুয়ারি সহ বেশ কিছুদিনে গাড়িতে ডিজে বক্স ও মাইক বেঁধে রাস্তা দিয়ে যায়, তখন সেই ডিজে মাইকের শব্দে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন।

ডিজে শব্দের কারণে। এটা দেখা গেছে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ডিজে বাজানোর জন্য পুলিশি অভিযান। ডিজে, মাইকের সাউন্ড থেকে শুরু করে অসুস্থ রোগী এবং শব্দ দূষণ রুখতে সোমবার হুগলির আরামবাগ পৌরসভার জনতার দরবারে অনুষ্ঠিত হয়ে গেল ডিজে বক্স, মাইক ব্যবসায়ীদের নিয়ে একটি প্রশাসনিক আলোচনা সভা। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌর প্রধান স্বপন নন্দী, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ, হুগলি জেলার ডেকোরেটর সমন্বয় সমিতির সভাপতি বিশ্বনাথ কুন্ডু , আরামবাগের ডিজে বক্স ও মাইক ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ।