এই মুহূর্তে জেলা

ইটভাটায় গিয়ে ছোটদের ভ্যাকসিন , শিশুশ্রমিক আছে স্বীকারোক্তি বিধায়কের !

সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- শনিবার থেকে স্কুলে না পরা ১৫থেকে ১৮বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো হুগলী-চুঁচুড়া পৌর এলাকায়। এদিন পুরসভার ২নম্বর ওয়ার্ডে কেওটা এলাকার গঙ্গাপারের একটি ইটভাটায় গিয়ে এই ভ্যাকসিন দেওয়ার কাজ করে পুরসভার স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষ্যে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ অন্যান্যরা। চলতি মাসের ৩তারিখ থেকে দেশজুড়ে ১৫থেকে ১৮বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। এ-কদিন চুঁচুড়া পুর এলাকার সরকারী ও বেসরকারী স্কুলগুলিতে গিয়ে ১৫থেকে ‍১৮বছর বয়সী ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করে পুরসভা।

যেই কর্মসুচি এখনও চলছে। কিন্তু স্কুলছুট কিংবা স্কুলে না ভর্তি হওয়া ছোটদের চিহ্নিত করে টিকা দেওয়ার কাজ শুরু হলো। প্রথম দিনই ইটভাটায় গিয়ে টিকা দেওয়া শুরু হলো। তৃণমূল সরকার আসার পর রাজ্যে স্কুলছুট কিংবা শিশু শ্রমিকের সংখ্যা কমেছে। যা বারংবার তৃণমূল দাবী করেছে। এদিন ইটভাটায় থাকা ১৫থেকে ১৮বছর বয়সী মোট ৬২জনকে টিকা দেওয়া হয়। এতজন তো আর স্কুলছুট হতে পারেনা। তাহলে ইটভাটায় কি আজও শিশু শ্রমিক আছে! এ কথা কিন্তু মেনে নেন বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন শিশু শ্রমিক আছে। তবে আমাদের সরকার নানাভাবে তাঁদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে।