এই মুহূর্তে কলকাতা

শেষ পর্যন্ত পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট।

কলকাতা, ১৫ জানুয়ারি:- কোভিড আবহে শেষ পর্যন্ত পিছিয়েই গেলো রাজ্যের চার পুরসভার আসন্ন ভোট। কলকাতা হাইকোর্টের পরমর্শ মেনে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর এই চার পুরসভার ভোট ৩ সপ্তাহ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন সকালেই রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় ভোট পিছিয়ে দিলে তাঁরা কোনওরকম আপত্তি জানাবে না। সেই চিঠি কমিশনের হাতে আসার পর থেকেই মনে করা হচ্ছিল ভোট পিছোনোর ঘোষণা এদিনই করে দিতে পারে কমিশন। সেই মতোই এদিন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিল। এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে সেখানকার সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য জানিয়েছেন, ‘ভোট পিছিয়ে গেলেও নতুন করে কোনও মনোনয়ন দাখিল করা যাবে না।

তবে কমিশন যে সব বিধিনিষেধ জারি করেছে সেই সব বলবৎ থাকছে এবং সেসব মেনে প্রচার করা যাবে। তবে ১২ ফেব্রুয়ারির ৭২ ঘন্টা আগে সেই প্রচার বন্ধ করে দিতে হবে। আদালতকে সম্মান জানিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে ভোট পিছিয়ে যাওয়ায় ভোট গণনার দিনও পিছিয়ে যাচ্ছে। ভোট গণনার নতুন দিন এখনও ঠিক হয়নি। ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জানুয়ারির ভোট পিছিয়ে গেলেও আগামী ২৭ ফেব্রুয়ারি যে পুরনির্বাচন রয়েছে রাজ্যের ১০৮টি পুরসভায় তা ওইদিনই অনুষ্ঠিত হবে।’ কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি ও বামদলগুলি। উল্লেখ্য এরাই বার বার দাবি তুলে যাচ্ছিল ভোট পিছোনোর জন্য। কোভিডের বাড়াবাড়িকে সেই দাবির পিছনে থাকা কারন হিসাবে তুলে ধরা হলেও আদতে এরা প্রচার করার লোকও পাচ্ছে না। তার জেরে দুই শিবিরই পুরভোটে সেভাবে প্রচার করতে পারেনি। এখন কমিশন ভোট পিছিয়ে দেওয়ায় তাঁরা প্রচারের জন্য বাড়তি কিছুটা সময় পেয়ে গেল।