এই মুহূর্তে কলকাতা

সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনলো শিক্ষা দফতর ৷

কলকাতা, ১৫ জানুয়ারি:- রাজ্যের সরকারি ও সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাই কোয়ারেন্টাইন লিভ পাবেন। এই নিয়ে পূর্ববর্তী নির্দেশিকায় বিভ্রান্তির জেরে শিক্ষা দফতর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে৷ তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন৷ শিক্ষক বা শিক্ষাকর্মী নিজেও আক্রান্ত হলে কোয়ারেন্টাইন লিভ পেতে পারেন৷

লিভ রুল সংশোধন করে এর আগের নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতর পাঁচটি সংক্রামক রোগকে চিহ্নিত করে লিভ রুলের আওতায় নিয়ে আসে৷ ওই নির্দেশিকায় বলা হয়েছিল, সার্স, মার্স, কোভিড, এইচ৫এন১ এবং সিসিএফএইচ ইত্যাদি সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাবেন৷ তবে সেখানে সরকারি স্কুলের শিক্ষক – অশিক্ষক কর্মচারীদের কথা উল্লেখ করা ছিল। কিন্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কোনও উল্লেখ্ ছিলনা। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। গোড়ায় এই সুবিধা শুধু সরকারি কর্মচারীদের দেওয়া হত৷ এতদিনে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কোয়ারেন্টাইন লিভের আওতায় আনল সরকার৷