এই মুহূর্তে জেলা

হাওড়া থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রেলমন্ত্রী।

হাওড়া, ১৪ জানুয়ারি:- গতকাল মধ্য রাতেই হাওড়া স্টেশনে এসে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষ ট্রেনে তিনি ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রওনা হন তিনি। হাওড়া স্টেশনে রেলমন্ত্রী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।

আগামী দিন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকটাও নজর রাখা হবে। রেলমন্ত্রীর সঙ্গেই গিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, রেল বোর্ডের ডিজি (সেফটি) সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গতকাল বিকেলে দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেলমন্ত্রী জানিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। রাত পৌনে ১টা নাগাদ রেলমন্ত্রী হাওড়া পৌঁছান। সেখান থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন তিনি।