উঃ ২৪পরগনা, ১১ জানুয়ারি:- প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারের বাড়িতে দুষ্কৃতী তান্ডব, আজ ভোর রাতে দুষ্কৃতীরা বাইকে করে এসে ছাত্র পরিষদ নেতার বাড়িতে গুলি চালাল বাইক ভাঙচুর করল এবং পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকি ও পর্যন্ত দেয় দুষ্কৃতীরা, ঘটনাকে কেন্দ্র করে পানিহাটী ১৯ নম্বর ওয়ার্ড মাড়োয়ারি বাগান এলাকায় ছড়িয়েছে উত্তেজনা, পাশাপাশি এলাকার তৃণমূল কংগ্রেসের পোস্টার-ব্যানার ছেরার অভিযোগ উঠেছে, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই দুষ্কৃতী তাণ্ডবে, ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।