এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হল ফল, মিষ্টি।

হুগলি, ১০ জানুয়ারি:- ফের মাথাচাড়া দিয়েছে করোনা মহামারী। গত কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। হুগলী জেলাতেও বেশ কিছ এলাকায় এই রোগের শিকার হয়েছেন কিছু মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশে পুলিশকর্মীরা করোনা আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পথ্য হিসাবে তাদের হাতে ফল মিষ্টি তুলে দিচ্ছেন। দলনেত্রীর এই মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে ক্রীড়া সেলের সভাপতি তথা শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে কোভিড আক্রান্তদের বাড়িতে ফলের ঝুড়ি মিষ্টি অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। সুবীর বাবুর কথায় আমাদের দলনেত্রী আমাদের শিখিয়েছেন মানুষের যে কোন প্রয়োজনে যে কোন বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে।

গত দু’বছর ধরে এ রাজ্যে করোনার মহামারী চলছিল তখন মমতা মুখ্যমন্ত্রী পরম মমতায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁর কথায় দিদি আমাদের শিখিয়েছেন বিপদের দিনে যেন কোন মানুষ কষ্টের মধ্যে না থাকে। তার সেই নির্দেশকে পাথেয় করে আমরা বর্তমান সময়ে করোনার যে ঢেউ এসেছে তাতে আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্ত দের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী ফল মিষ্টি তুলে দিয়ে আরোগ্য কামনা করছি, এবং আমরা যে তাদের পাশে আছি সেই বার্তা তাদের কাছে পৌছে দিচ্ছি। সুবীর বাবুর এই প্রয়াসে খুশি এলাকার মানুষেরা। তাঁদের বক্তব্য আমাদের খুব কাছের মানুষ ভাই দা অর্থাৎ সুবীর ঘোষ, তিনি শুধু একজন রাজনীতিক নয় প্রকৃত সমাজসেবী এবং মানুষের বন্ধু। যেকোনো মানুষের যেকোন বিপদে যখনই তার কাছে যায় তিনি কাউকেই নিরাশ করেন না। তিনি তার সাধ্যমত সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং যথা সম্ভব তাদের সাহায্য করেন।