এই মুহূর্তে জেলা

সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের উপস্থিতিতে দুস্থদের চাল-ডাল বিলি শেওরাফুলিতে।

 

হুগলি ,২৮ মার্চ:- চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শেওড়াফুলির গড়বাগানে বিভিন্ন দু :স্থ মহিলাদের চাল, ডাল বিলি করা হলো। শ্রীরামপুর থানা ও শেওড়াফুলির ফাঁড়ির সহযোগিতার এদিন প্রায় পাঁচশো মহিলা কে  চাল ,ডাল বিলি করা হয়। শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও চন্দননগর কমিশনারেটের প্রধান হুমায়ুন কবির এখানে  সবার হাতে চাল, ডাল তুলে দেন। কল্যাণ বন্দোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো পুলিশ এই কাজ করছে ,পুলিশের এই ভুমিকা অবশ্য প্রশংসনীয়। এদিকে কমিশনারেটের প্রধান হুমায়ুন কবির জানান কমিশনারেটের অন্তর্ভুক্ত থানা এলাকায় মোট পঞ্চাশ হাজার এই ধরনের মানুষদের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য করা হবে। আপাতত থানা অনুযায়ী দশ হাজার দুঃস্থ মানুষদের চাল ডাল বিলি করা হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.