এই মুহূর্তে জেলা

পিকনিকে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে মারধর , অভিযোগে গ্রেপ্তার চার।

আরামবাগ, ১০ জানুয়ারি:- ডিজে বক্স বাজানোকে কেন্দ্র মারধর। আর এর জেড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলে। ধৃতদের নাম রাহুল দুলে, সুমন রায়, মনোহর দুলে ও আকাশ দুলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারায় পিকনিকে সকাল থেকেই তারস্বরে ডিজে বাজছিল আরামবাগের নওপাড়ায়। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন ডিজের তান্ডবে। রাতে আরামবাগ থানার পুলিশ গিয়ে ডিজে বক্স আটক করে। নওপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ খান সেই তাডবের ছবি নাকি মোবাইল বন্দি করেন বলে গুজব ছড়িয়ে পড়ে। যারা ডিজে বাজাচ্ছিল তারা সন্দেহ করে বিশ্বজিৎ বাবু খবর দেওয়াতেই পুলিশ এসে তাদের আনন্দ মাটি করে দেয়।

সেই সন্দেহের বশে বিশ্বজিৎ খানের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মারধোর করা হয় বলে অভিযোগ। বিশ্বজিৎ বাবুর ছেলে সুমনের মাথা ফাটিয়ে দেয়। আহত হন ওই পরিবারের এক বধুও। তাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় চারজনকে আটক করেছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানায়, রবিবার সকাল থেকে ডিজে বাজছিল আরামবাগ পুরসভার নয় নম্বর ওয়ার্ডের নওপাড়ায়। এলাকার ছেলেরা পিকনিক করছিল। তারস্বরে ডিজে বাজলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাননি এলাকারই যুবকদের বিরুদ্ধে। রাতে পুলিশ রাউন্ডে বেরিয়ে ডিজে আটক করে। যুবকদের সন্দেহ হয় বিশ্বজিৎ বাবুই হয়ত পুলশকে খবর দিয়েছেন। সেই সন্দেহে খান বাড়িতে চড়াও হয়ে রীতিমত তান্ডব চালায় তারা। সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজন রয়েছে।