এই মুহূর্তে জেলা

১৮ কোটির হেরোইন পাচার করতে গিয়ে এসটিএফের জালে বাবা-ছেলে।

হাওড়া, ১০ জানুয়ারি:- ১৮ কোটির হেরোইন পাচার করতে গিয়ে এসটিএফের জালে বাবা-ছেলে। হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার হলো বাবা ও ছেলে। রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বর্ধমান শহরে বাবর মন্ডলের বাড়িতে হানা দেয়। গ্রেপ্তার হন বাবর মণ্ডল ও তাঁর ছেলে রাহুল মন্ডল। এদের বাড়ি তল্লাশি করে এসটিএফ ১৩ কেজি হেরোইন উদ্ধার করে যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১৮ কোটি টাকা। এসটিএফ সূত্রের খবর, হাওড়ার গোলাবাড়ি থানার একটি পুরনো মামলার সূত্র ধরে এদের দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হচ্ছে।